স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র আন্দােলনের পর সরকারি নিয়ন্ত্রিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে অস্থিরতা বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারি এমনকি যারা কােন না কোন ভাবে শিল্পী হিসেবে কাজ করেছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে।
চলছে বদলি, ওএসডির হিড়িক। বিশেষ করে যারা সংবাদ পাঠ করেন, অনুষ্ঠান উপস্থাপক ও ঘোষক তাদের বড় একটা অংশকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। এতে করে অনেকে মানবেতর জীবন-যাপন করছেন। আর্থিক অনটনে পড়েছেন বহু শিল্পী।
বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে বাদ পড়েছেন সেসব-শিল্পী তাদের নামের অর্ধাক্ষর হ, য, ন, ম, জ, বসহ অনেকে। অতি সম্প্রতি দেশ হেড়েছেন প্রামাণ্য অনুষ্ঠান নির্মাতা মামুন-উর-রশীদ। একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার মাহফুজার রহমান ও দেশ ছাড়ছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। এসব দক্ষ জনবল দেশ যে ভাবে ছাড়ছেন তাতে করে এসব সরকারি প্রতিষ্ঠান পরিচালনা অচিরেই হযবরল অবস্থা সৃষ্টি হবে। এদিকে এসব প্রতিষ্ঠানের সাধারণ শিল্পীদের সাথে আলাপ করে জানা গেল, সদ্য বিএনপি’র লেজুড় বৃতি যেভাবে-বৃদ্ধি হয়েছে তাতে নব্য বিএনপি’র দৌরাত্য কাম্য নয়। শিল্পীদের এসব দলীয় কর্মকান্ড নয় বলেও সাধারণ শিল্পীদের দাবী। শিল্পীদের কোনো রাজনৈতিক দল থাকতে নেই।
আপনার মতামত লিখুন :