রেলযোগে বাঘাবাড়িতে নেওয়া হল মােংলা বন্দরে আমদানিকৃত চিঁটাগুড়


kazitarik প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন /
রেলযোগে বাঘাবাড়িতে নেওয়া হল মােংলা বন্দরে আমদানিকৃত চিঁটাগুড়

বিজ্ঞপ্তি: মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে ১০৫০ টন চিঁটাগুড় (Molasses) রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে লোড দেওয়া শুরু হয়। অবশিষ্ট চিটাগুড় (Molasses) রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে পানামা পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আগমন করেছিলো এবং মোংলা বন্দর থেকে মাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়েছিলো।