সেখ সুলেমান, কলকাতা:
কলকাতা পুলিশ আয়োজিত ৫ম সেফ ড্রাইভ, সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৫ আজ সফলভাবে অনুষ্ঠিত হলো।
শ্রী রাজীব কুমার, আইপিএস, ডিজি ও আইজিপি, পশ্চিমবঙ্গ পুলিশ, পতাকা নেড়ে এই ম্যারাথনের শুভ সূচনা করেন।
পুলিশ কমিশনার, শ্রী মনোজ কুমার বর্মা নেতৃত্ব দিয়ে ২১ কিমি দৌড়ে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং পরে বিজয়ীদের সংবর্ধিত করেছেন।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন মন্ত্রী, শ্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সচিব। এছাড়াও ডঃ সৌমিত্র মোহন, আইএএস, মেজর জেনারেল শ্রী রাজেশ এ. মোগে, ভিএসএম, জিওসি বেঙ্গল এরিয়া, সহ সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রিয় তারকারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাজারো মানুষ আজ সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে দৌড়ালো এবং প্রত্যেকেই আমাদের জন্য সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ২০১৬ সালে যে উদ্যোগের সূচনা করেছিলেন, তার বার্তা ছড়িয়ে দিতে আজকের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ।রইলো এই অনুষ্ঠানের কিছু ঝলক।
আপনার মতামত লিখুন :