কলকাতার কড়েয়া পুলিশ স্টেশন ছিনতাইয়ের টাকা উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছে


kazitarik প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ১২:২১ অপরাহ্ন /
কলকাতার কড়েয়া পুলিশ স্টেশন ছিনতাইয়ের টাকা উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছে

সুলেমান খান, কলকাতা থেকে:
কলকাতার কড়েয়া পুলিশ স্টেশন (সাউথ ইস্ট ডিভিশন) কেস নং ১২/২০২৫: কোয়েস্ট মলের কাছে ₹১১.৮৬ লক্ষ টাকা ছিনতাইয়ের সঙ্গে সম্পর্কিত কেসটি কড়েয়া থানা উদঘাটন করেছে।এই কেসের সঙ্গে জড়িত ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া ₹১০.৬ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।