জমি থেকে কেটে ফেলা হচ্ছে শাপলা, চাষাবাদের জন্য তৈরি হচ্ছে ফসলি জমি


kazitarik প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:১৪ অপরাহ্ন /
জমি থেকে কেটে ফেলা হচ্ছে শাপলা, চাষাবাদের জন্য তৈরি হচ্ছে ফসলি জমি

এ এইচ অনিক:
অপরূপ সৌন্দর্যের এক নাম শাতলার লাল শাপলা, ইরি বা বোরো ধান চাষাবাদের জন্য জমি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন স্থানীয় কৃষকেরা প্রতিবছরের ন্যায় এবারও ফসলি জমি তৈরীর জন্য শাপলা ও শাপলার গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে। মাত্র কয়েকদিন আগেও সাতলা বাগধা শিবপুর কান্ধি ধারাবাশাইল সহ আশে পাশের বিলগুলো লাল শাপলায় পরিপূর্ণ ছিল যে-কারনে এসব বিল গুলোতে প্রতিদিন সকাল থেকেই দর্শনার্থীদের আনাগোনায় পরিপূর্ণ ছিল মাত্র কয়েক দিনের ব্যবধানে এলাকার সবগুলো বিলেই ধান চাষাবাদের জন্য চলছে কৃষকদের কর্মযজ্ঞ জমি কচার কাজ। পাশাপাশি চলছে বীজ ধান ফেলে পাতো বানানোর কাজ। ওই সব পাতোর গাছ কদিন পরেই জমিতে রোপন করিয়া ধান চাষাবাদ করা হবে। উল্লেখ্য বছরের প্রায় ছয় মাস বিলে পানি থাকার কারণে বরিশাল জেলার উজিরপুর উপজেলা সহ আশ পাশের কয়েকটি উপজেলা যেমন আগৈলঝাড়া কোটালীপাড়া সহ এলাকার কয়েকটি বিলে লাল শাপলায় পরিপূর্ণ থাকে, এ-সময় লাল শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর দর্শনার্থীদের দেখা মিলে। স্থানীয় কৃষক মোঃ মস্তফা হাওলাদার আমাদের প্রতিনিধি কে জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় জমিতে শাপলার পরিমান কম দেখাযাচ্ছে এর কারণ হিসেবে তিনি বলেন যে সকল দিলে বেশি শাপলা দেখা যেত ঐসব বিলগুলোতে এখন সাদা মাছের চাষাবাদ করা হচ্ছে এখানে শাপলার গাছ তো ভালো জমির অন্য সব ঝাড় জঙ্গল মাছে খেয় পরিষ্কার করে ফেলে এ-কারণে কৃষকদের সাশ্রয় হচ্ছে প্রতি বিঘা জমিতে প্রায় পাচঁ থেকে ছয় হাজার টাকা পাশাপাশি জমিতে ফলন ও ভালো হচ্ছে বিলগুলো হচ্ছে পটিবাড়ি বিল, মুড়িবাড়ি নয়াকান্দী উত্তর সাতলা পশ্চিম সাতলা শিবপুর গাজবাড়ী আলামদীর বিল সহ এলাকার আরো কয়েকটি বিল। আমার জানামতে আগামীতে আলামদীর বড় বিল সহ এলাকার আরো কয়েকটি বিলেও নুতান করে মাছের চাষাবাদ করা হবে যেখানে প্রচুর শাপলার দেখা মিলে এভাবে দিন দিন এলাকার প্রতিটি বিল ও বিলের শাপলা ও তারগাছ শেষ হয়ে যাবে তখন আর লাল শাপলা দেখার জন্য এলাকায় দর্শনার্থী দেখা যাবে না এটাই সত্য আমরা চাই শাপলার বিলগুলো পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার পরেও কি কারণে এই বিশ্বখ্যাত শাপলা বা লাল শাপলার বিল এভাবে শেষ হয়ে যাবে ঊর্ধ্বতন কতৃপক্ষ এর দিকে সু-দৃষ্টি রাখবেন বলে জোর দাবি জানাচ্ছি।