বিশেষ প্রতিবেদক : বৃহত্তর খুলনা সমিতি,(খুলনা,বাগেরহাট সাতক্ষিরা) ঢাকার”র নির্বাচন (২০২৫-২৬) উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে সমিতি।এতে তিন জেলা থেকে মোট-৩৬ জনকে বৈধ নমিনেশন দেওয়া হয়।
খুলনা জেলা থেকে : আব্দুল্লাহ আল মাহমুদ, এ্যাডভোকেট কে এম ফুরকান আলী, আজিজুর রহমান খান (বাবু), সরদার ইলিয়াস হোসেন, মো: ফেরদাউস মোল্যা, খোন্দকার রেবেকা সান-ইয়াত, শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন, খান রবিউল ইসলাম রবি, মো: রিপন তরফদার নিয়াম, লায়ন খান আকতারুজ্জামান, এ্যাড. গাজী সিরাজুল ইসলাম, শেখ মো. ওয়ালিউল ইসলাম ডলার।
বাগেরহাট জেলা থেকে : এম এ সালাম, সুলতান আহমেদ, ড. কাজী মো: মনিরুজ্জামান, এ্যাড. মো: শামছুজ্জামান, শেখ আব্দুল হান্নান, মো: মাসুম বিল্লাহ, ডা. মো: আতিয়ার রহমান, মো: সাইফুল ইসলাম, মো: মহিদুল ইসলাম, বেগ মাহতাব উদ্দীন, সরদার জাহিদ, এ্যাড হুমায়ুন কবির বুলবুলস।
সাতক্ষীরা জেলা থেকে : মো: শাহিদুজ্জামান (রিপন), মো: শফিকুল ইসলাম (শফিক), আলহাজ্ব সেখ মোয়াজ্জেম হোসেন, মো: আফসার আলী, মাহাতাব হোসেন (মনি), স.ম. মেহেদী হাসান, ইকবাল মাসুদ, এ্যাড: মো: হুমায়ুন কবীর বাদশা, মুন্সী আব্দুর রাফেন, কাজী ছিন্দকুর রহমান, মোঃ আব্দুর রহমান, মো: রেজাউল করীম।
গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনার রেজাউল হক রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :