খুলনা অফিস :
খুলনায় সরকার অনুমোদিত আইপিটিভি রাজধানী টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে ও শূভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর কেসিসি র্মাকেটে খুলনা অফিসে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির সভাপতি এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাবুল আকতার, খূলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইটিভির প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন ও রাজধানী টিভির ষ্টাফ রির্পোটার মো: নাইমুজ্জামান শরীফ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, সাবেক সাধারণ সম্পাদক এএইচ এম শামীমুজ্জামান, টিভি রির্পোটার্স ইউনিটির সাবেক যুগ্মসম্পাদক আরটিভির প্রতিনিধি এসএম. মনিরুজ্জামান, দৈনিক দেশ সংযোগের ষ্টাফ রির্পোটার মো: শহিদুল হাসান, মুক্ত খবরের প্রতিনিধি কাজী তারেক আহমেদ, রাজধানী টিভির মোংলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, নিউজ২১-এর খুলনা প্রতিনিধি বিএম শহিদুল ইসলাম, দৈনিক সমকালের পলাশ দত্ত, দৈনিক কালান্তরের ষ্টাফ রির্পোটার মুন্সী মোস্তাক আহমেদ বাবুসহ গনমাধ্যম র্কমী ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ রাজধানী টিভির ৩য় র্বষে পর্দাপণে শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশের মানুষের কল্যান ও উন্নয়নে সঠিক তথ্য তুলে ধরবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। ##
আপনার মতামত লিখুন :