বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল


kazitarik প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৯:৪১ পূর্বাহ্ন /
বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মুহাম্মদ সাইফুল্লাহ:
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৩ টায় সাভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গেন্ডা পুকুর পাড় বালুর মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মিয়া বাহাদুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দিন সরকার বলেন, গত ১৬ বছরে আন্দোলন বিএনপি সৃষ্টি করেছে, বিএনপি এ আন্দোলনের ঘাস সৃষ্টি করেছে, বিএনপি যদি হাসিনার বিরুদ্ধে এ আন্দোলন না করতো তাহলে এই ৫-ই আগষ্ট সৃষ্টি হতো না। আজকে এ কৃতিত্ব বিএনপির ও ছাত্র জনতারও।

এ সময় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. কফিলউদ্দিন।

কফিল উদ্দিন বলেন, এখন আমরা দেখছি আমাদের বিএনপির কিছু নেতাকর্মী আছে তারা আ.লীগের লোকজন নিয়ে জুট ব্যবসা,জমি ব্যবসা ও পরিবহনের চাঁদার ব্যবসা এগুলোর সাথে জড়িত ছিল তাহলে আমরা ১৫ বছর যাবৎ কি করলাম! আমার সময় কাপ প্রিচ মার্কা দিয়ে আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছিলেন। সেই কাপ প্রিচ মার্কায় নির্বাচিত হওয়া অনেক কঠিন ছিল,ধানের শিষ মার্কায় নির্বাচন করা সহজ ছিলো। এতো কষ্টের পরেও আমরা আপনাদের সাথে নিয়ে নিবেদিত ছিলাম। আমি যদি সরকারের সাথে লিয়াজো করে চলতাম তাহলে আমি কিন্তু উপজেলার চেয়ারম্যান থাকতে পারতাম; তা কিন্তু আমি করি নি।
এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার শাহ মো. বিল্টু, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন ও সাভার পৌর বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাবেক চেয়ারম্যান মো. সাইফুদ্দিন সাইফুল, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল গফুর মিয়া,যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওনসহ সাভার-আশুলিয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।