৮৪ বছরের পাচিনোর ১৬ মাসের সন্তান


kazitarik প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৪, ১২:৫২ অপরাহ্ন /
৮৪ বছরের পাচিনোর ১৬ মাসের সন্তান

বিনোদন ডেস্ক: চতুর্থ সন্তানের বাবা হয়েছেন ৮৪ বছর বয়সী অস্কারজয়ী হলিউড অভিনেতা আল পাচিনো।

গত বছরের জুনে প্রেমিকা নুর আলফাল্লাহ ও আল পাচিনোর সংসারে এসেছে রোমান। এ বয়সে সন্তান হওয়াকে ‘মিরাকল’ বলেছেন এ অভিনেতা।

এখন ১৬ মাস বয়সী পুত্র রোমানকে নিয়ে পাচিনোর দারুণ সময় কাটছে।

তবে, আলফাল্লাহ ছাড়া সাবেক প্রেমিকাদের সঙ্গে আল পাচিনোর আরও তিন সন্তান রয়েছে।

পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাচিনো জানান, পিতৃত্ব দারুণ উপভোগ করছেন তিনি। তিনি বলেন, ‘সন্তান থাকাটা দারুণ, আমি এটি (পিতৃত্ব) ভালোবাসি। এটি আমার জীবন বদলে দিয়েছে।’

এর মধ্যে আল পাচিনো আত্মজীবনী লিখছেন। ‘সনি বয়’ নামের বইটি প্রকাশিত হবে আগামী ১৫ অক্টোবর।

‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩), ‘সেন্ট অব আ ওম্যান’ (১৯৯২) ছাড়াও আরও বেশকিছু বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন আল পাচিনো। উল্লেখ্য, ‘সেন্ট অব আ ওম্যান’এ অভিনয় করে অস্কার পুরস্কারও জিতে নিয়েছেন এ অভিনেতা।