বিনোদন ডেস্ক: ২০১৯ সালে ‘জোকার’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই সারাবিশ্বের দর্শকদের মাঝে তীব্রভাবে সাড়া ফেলেছিলো। এমনকি সিনেমাটি শেষ করে বের হওয়ার সময় দর্শকদের আবেগে কান্না করতেও দেখা গেছে।
এবার গত ৪ অক্টোবর মুক্তি পেল ‘জোকার’ এর দ্বিতীয় কিস্তি ‘জোকার: ফোলি আ ডিউক্স’। ছবিটির পরিচালক মার্কিন নির্মাতা টড ফিলিপস।
‘জোকার টু’র প্রচার প্রচারণায় কোন কমতি ছিল না। এদিকে ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশনও পেয়েছিল সিনেমাটি।
কিন্তু সিনেমাটি মুক্তির পর পরই দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রটেন টমেটোর সাইটের বিশ্লেষণে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট পেয়েছে ৩৯ শতাংশ।
দর্শকরা জানিয়েছেন, বিশালাকার প্রত্যাশা জাগিয়েও সিনেমাটি হতাশ করেছে। দর্শকদের বেশিরভাগের ভাষ্যমতে এবারের সিক্যুয়েলে তেমন কিছু নাকি দেখাতে পারেনি পরিচালক।
অনেক দর্শক জানিয়েছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। তবে মিউজিক ছাড়াও স্ক্রিপ্টে কোনো প্রাণ ছিলো না বলেও জানিয়েছেন অনেকেই।
দর্শকদের এমন রিভিউতেই স্পষ্ট হয়ে গেছে যে, ‘জোকার’-এর সিক্যুয়েল দর্শকদের বেশ হতাশ করেছে। এর ফলে এ সিনেমাটি প্রথম পর্ব থেকে আয়ের তুলনায় মোটেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি।
তবে সিনেমাটির শেষ দৃশ্য দেখে অনেক দর্শক পজিটিভ রিভিউও দিয়েছেন। তাদের মতে, ‘জোকার: ফোলি আ ডিউক্স’এর গভীরতা অনেক বেশি। কিছু দর্শকের বোঝার ক্ষেত্রে ছবিটি একাধিকবার দেখার প্রয়োজন হতে পারে।
অনেকেই মনে করছেন ইচ্ছাকৃত ভাবেই হয়ত সিনেমাটির সমাপ্তি এভাবেই দৃশ্যায়ন করা হয়েছে, যেন দর্শক বিভক্ত হয় এবং আরও বেশি আলোচনা করে, আর সিনেমাটির কাটতি বাড়তে পারে অন্যদের মাঝে।
এদিকে বাণিজ্য বিশ্লেষক লুইজ ফার্নান্দোর এক রিপোর্ট অনুসারে, জোয়াকিন ফিনিক্সের নেতৃত্বাধীন সিনেমাটি মুক্তির ছয় দিনের মাথায় আয় করেছে ৮১.১ মিলিয়ন ডলার। যেখানে জোকারের প্রথম পর্ব একই সময়ে আয় করেছিল ১৫০ মিলিয়ন ডলার।
আপনার মতামত লিখুন :