মুহাম্মদ সাইফুল্লাহ (সাইফুল):
সাভার উপজেলার প্রত্যেকটি বেসরকারী স্কুলের দুইজন করে শিক্ষককে প্রাথমিক চিকিৎসার ট্রেনিং প্রদান করা হবে। একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা এক্ষেত্রে প্রাধান্য পাবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে আগস্ট বিপ্লবের স্বেচ্ছাসেবকদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করা হয়েছে। তারাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। আমি মনে করি,প্রত্যেকটি বেসরকারি স্কুলের দুজন করে শিক্ষকের যদি প্রাথমিক চিকিৎসার ব্যাপারে ধারণা থাকে তাহলে তাৎক্ষণিক চিকিৎসা সেবায় তারা বিরাট ভূমিকা রাখতে পারবে। এমনটি মনে করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। তিনি আরো বলেন, আমি এবং আমার টিম চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ জনসংখ্যার উপজেলা সাভারকে উন্নত চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসতে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ইতোমধ্যে সেই লক্ষ্য অনেকটা পূরণ হয়েছে। প্রতিদিনই কয়েক হাজার রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসে। যেটি বাংলাদেশের অন্য কোন সরকারি হাসপাতালের ক্ষেত্রে দেখা যায় না। সাভারের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সাফল্যের দ্বারপ্রান্তে।
আপনার মতামত লিখুন :