ডুমুরিয়া মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া:
ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ডুমুরিয়া মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
১-২-২২ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ডুমুরিয়া মহা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি/ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মহোদয় এর কার্যালয় কলেজ পরিচালনা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মহা বিদ্যালয়ের শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ, কলেজের উন্নয়নমূলক কর্মকান্ড, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা জনাব ফরহাদ হোসেন মোড়ল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, অভিভাবক সদস্য খান আনিছুজ্জামান, আবু বক্কর, খান মহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধী খান নুরুল ইসলাম, শিশির কুমার সিংহ, আলোচনা শেষে মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন আমরা বর্তমানে একটি মহামারী সময় পার করছি , সবাইকে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনাগুলো যথাযথ ভাবে মেনে চলতে হবে।