দৈনিক ভোরের দর্পণ’র ২১তম বর্ষপূর্তি উদ্যাপন

স্টাফ রিপাের্টার:
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম বর্ষপূর্তি ও ২২ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কেসিসি মিলনায়তনে বেলা সাড়ে ১২ টায় দৈনিক ভোরের দর্পণ এর খুলনা ব্যুরো প্রধান ডা. জাহাঙ্গীর আলম রায়হানের সভাপতিত্বে ও দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক নুর হাসান জনির সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, হাসান হাফিজুর রহমান, অধ্যাপক এস এম কবির আহমেদ, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, ভোরের দর্পণ প্রতিনিধি জিয়াউল ইসলাম, আবুল হাসেম, নজরুল ইসলাম বিশাল প্রমুখ।
দৈনিক ভোরের দর্পণ একটি জাতীয় পত্রিকা। শিক্ষা, সাংস্কৃতিক, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্র, রাজনীতি সহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ এই পত্রিকার মাধ্যমে দেশবাসির সামনে তুলে ধরার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আলোচনা শেষে প্রধান অতিথি কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x