মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ফারুক আহমেদ, মাগুরা:
মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার ১০ ডিসেম্বর সকাল ১০ টার সময় নোমানী ময়দান আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আবদুল্লাহ আল ফাত্তাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ মইনুল ইসলাম পলাশ, যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান, ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন মুক্তা, মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ দাউদ জোয়ার্দার সহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা ও কর্মীবৃন্দগণ। আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কয়েকজন অফিসারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার খবর পেয়ে বিএনপি’র আনন্দের কারণ আমাদের বোধগম্য নয়। মনে রাখবেন এই বাংলাদেশের মানুষ এবং মানুষের কাছে গিয়ে ক্ষমতায় বসার আশা করতে হলে সঠিক প্রক্রিয়া হচ্ছে ভোট এর বাইরে ১৯৭৫ সালের পুনরাবৃত্তি ঘটানোর কোন সুযোগ নেই, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা সার্বিকভাবে প্রস্তুত আছে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আসলে সেটা শক্ত হাতে প্রতিহত করতে আমরা সকলে বদ্ধপরিকর এবং প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x