নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি:
আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের স্প্রিং-২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল সোমবার সকালে ভবন-১ এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। সভাপতিত্ব করেন বিজনেস এ্যাডমিনেসট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. গাজী আবদুল্লা-হেল বাকী, প্রক্টর শেখ মাহরুফুর রহমান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন, ভবন-২ এর ভারপ্রাপ্ত কাউন্সিলর মোঃ আলামিন শেখ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।