দাকোপের মেধাবী ছাত্র অনিক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে

মজনু ফকির, দাকোপ:
এবারের এস এস সি পরীক্ষায় দাকোপ সদর মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থী মোঃ রিয়াদুল ইসলাম অনিক জিপিএ-৫ (গোল্ডেন এ +) পেয়েছে। অনিকের স্বপ্ন ইঞ্জিনিয়ার হয়ে দেশ সেবায় আত্ন নিয়োগ করা।
চালনা পৌরসভার ৮ নং ওয়ার্ড আচাভূয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ফজলুল হকের পুত্র অনিক। তার মাতা ফিরোজা বেগম একজন গৃহিনী। ছোট বেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা রিয়াদুল ইসলাম অনিক ছিল পড়াশুনায় খুবই মনযোগী। এবারের এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সে এই সাফাল্য অর্জন করে। পরিবারের আর্থিক দৈন্যতায় নানা সীমাবদ্ধতার মাঝে কেবল নিজের ঐকান্তিক প্রচেষ্টা আর শিক্ষকদের উৎসাহ অনুপ্রেরনা ও দিক নির্দেশনায় সে এমন ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। অনিক দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের ভাগ্নে। সে ভবিষাতে এমন ফলাফল অব্যহত রাখতে সকলের কাছে দোয়া কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x