ভোমরা বন্দরে নতুন মাদকদ্রব্য এলএসডি সহ আটক-২

জামাল উদ্দীন:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রাকে থেকে নতুন মাদক এলএসডি সহ ২ জন কে আটক করেছে বিজিবি।জানা গেছে,ভারতীয় আমাদানী পণ্যের ডব্লিউবি-২৩বি-৭০৯১ট্রাকের কেবিনে তল্লাশি চালিয়ে ভোমরা কোম্পানী সদরের বিজিবি জোয়ানরা ২০ লক্ষ টাকা মূল্যের নতুন মাদক এলএসডি(লাইসারজিক এসিড)উদ্ধার করে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় ভোমরা স্থলবন্দরের ওয়্যার হাউজ ২নং গেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পার্কিং ইয়ার্ডে প্রবেশের পূর্বে ভারতীয় পন্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে বিজিবি জোয়ানরা মাদক দ্রব্য সহ পণ্যবাহী ট্রাক, ট্রাকচালক ও ট্রাক খালাসিকে(হেলপার) আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটককৃত ভারতীয় ট্রাকচালক ভারতের পশ্চিমবঙ্গের কাশিপুর গ্রামের মৃত হাফিজের পুত্র আবুল হাসান এবং ট্রাক খালাসি বসিরহাট মহকুমার পানিতর গ্রামের আকবর আলী মিস্ত্রীর পুত্র আলাউদ্দীন মিস্ত্রী। বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় পণ্যবাহী ট্রাকের পণ্য ছাড়ের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট গাজী এন্টারপ্রাইজ এবং ওই পণ্যের আমদানীকারক ছিলেন মেসার্স রুহুল ট্রেডার্স। ভারত থেকে আমদানী করা মাদকদ্রব্য, ট্রাক, ট্রাকচালক ও খালাসিকে আটক করার সত্যতা স্বীকার করেছেন ভোমরা কোম্পানী সদরের বিজিবি। আটককৃত ১ বোতল নতুন মাদকদ্রব্য এলএসডি (লাইসারজিক এসিড) মূল্য ২০ লক্ষ টাকা এবং আটককৃত পণ্যবাহী ট্রাকের মূল্য ৫০ লক্ষ টাকাসহ মোট ৭০ লক্ষ টাকা নির্ধারন করেছে বিজিবি। এ বিষয়ে বুধবার সকালে বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবু তাহের বাদী হয়ে আটককৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক, ট্রাক চালক ও হেলপারসহ মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x