শতাধিক নিদর্শন নিয়ে অষ্টম বেতাগা দিবস পালিত হবে
এইচ এম নাসির উদ্দীন, কাটাখালী থেকে:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জন সম্পৃক্ততা কার্যকর ও লাভজনক ইউনিয়ন পরিষদ গড়তে এবং প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে বৃহস্পতিবার ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে ৮ম বেতাগা দিবস।
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সমূহের কার্যক্রম ও ভূমিকা সম্পর্কে ইউনিয়ন বাসী এবং সুধী সমাজ কে অবহিত করার কয়েকটি বিষয় তুলে ধরা হলো। বিষয় সমূহের মধ্যে রয়েছে যথাক্রমে বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে বেতাগা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, বেতাগা লোকসংস্কৃতি কেন্দ্র নির্মাণ, ডাক্তার অমূল্য বিশ্বাস কমিউনিটি ক্লিনিক নির্মাণ, কন্যা বর্তিকা কর্মসূচি সহায়তা, প্রতিবন্ধীদের উপকরণ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান, মেয়েদের সেলাই মেশিন ও বাইসাইকেল প্রদান সহ রয়েছে নানা কর্মসূচি।
আয়োজক মন্ডলি গনের পক্ষ থেকে জানা গেছে অন্যান্য বছরের তুলনায় এবার এ দিবসে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি ফকিরহাট উপজেলা কে শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণ কারী দেশের প্রথম উপজেলা হিসেবে ঘোষণা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি দয়ের আসন অলংকৃত করবেন যথাক্রমে- খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম, ডাঃ মোঃ মনজুরুল মুর্শিদ, বাগেরহাট সিভিল সার্জন ডাঃজালাল উদ্দিন আহমেদ, খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ শাহানাজ পারভীন,ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যা স্বপন দাস, ফকিরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা বেগম, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। অতিথি গণ বেতাগা ইউনিয়ন এর কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন এবং আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।