বেনাপোল বন্দরে অবৈধ ঘোষণা দিয়ে আনা মালা-মাল আটক
মোঃ কামাল উদ্দিন বিশ্বাস:
যশোরে বেনাপোল স্থলবন্দর অবৈধ্য ঘোষণা দিয়ে আনা থ্রিপিস, ক্যাটালগ, পেপার ম্যাটেরিয়াল, শীশার ফ্লেভার ও ঔষধ জব্দ করেছে বেনাপোল কাষ্টমস কর্তৃপক্ষ, আমদানিকারক সিয়াম এন্টার প্রাইজ ক্যাপসি কামের চালানের ভিতরে ১২৪ পিছ থ্রি পিস ২৪ কেজি ক্যাটালগ ২৮, কেজি পেপার ম্যাটেরিয়াল ১৪০ কেজি শীশার ফ্লেভার ১৩৯, কেজি বিভিন্ন প্রকার ঔষধ। উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল কাইয়ুম এ বিষয়ে বলেন গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই চালানটি জব্দ করতে সক্ষম হই, উপ-কমিশনার আব্দুল কাইয়ুম জে সি আবদুর রশিদের উপস্থিতিতে এ সমস্ত মাল জব্দ করা হয়, সর্বমোট মালের মূল্য কত হবে জানতে চাইলে কমিশনার আব্দুল কাইয়ুম বলেন সময়ের ব্যাপার হাউসে পরীক্ষা-নিরীক্ষা করে করে আপনাদেরকে জানানো হবে আমদানিকারক সিয়াম এন্টারপ্রাইজ তাদের মালের ছাড়পত্র করার জন্য সিএন্ডএফ এজেন্ট স্বদেশ ট্রেডার্স কে দায়িত্ব দেয়।