দাকোপে ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্লাবন সভাপতি ও মহাদেব সম্পাদক নির্বাচীত
মজনু ফকির, দাকোপ:
দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্লাবন রায় সভাপতি এবং মহাদেব মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচীত হয়েছেন।
রবিবার বিকালে কৈলাশগঞ্জ মাতৃমন্দির মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। ইউনিয়ন যুবলীগের সভাপতি ত্রিদীব রায়ের সভাপতিত্বে সম্মেলনে মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক এমপি ও খুলনা জেলা আওয়ামীলীগনেতা ননী গোপাল মন্ডল। রতন মন্ডল ও স্বপন বৈদ্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সহসভাপতি সরোজিত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জলিল তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, উপজেলা আ’লীগনেতা দেবব্রত বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান সুদেব রায়, মানস মুকুল রায়, মাসুম আলী ফকির, জেলা যুবলীগনেতা মাহফুজুর রহমান সোহাগ, অলিউর রহমান সানি, আফজাল খান। বক্তৃতা করেন আওয়ামীলীগনেতা সরোজিত রায় কুঞ্জু, অধ্যাপক সুপদ রায়, আজগর হোসেন ছাব্বির, শিপন ভূইয়া, সঞ্জিব মন্ডল, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, যুবনেতা এ্যাডঃ লতিকা বিশ্বাস, জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়াদ্দার, আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, সঞ্জিব রায়, আরাফাত আজাদ, এ্যাডঃ অসীম বৈদ্য, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার, ছাত্রনেতা রাসেল কাজী, জুয়েল রপ্তান, বরুন পাইক, পিয়ার মন্ডল, প্লাবন রায়, মহাদেব মন্ডল প্রমুখ। সম্মেলনে সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে যুবনেতা প্লাবন রায়কে সভাপতি এবং মহাদেব মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষনা করা হয়। সম্মেলন শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।