বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান সাহেবের ২৮ তম মৃত্যু বার্ষিকী
ফারুক আহমেদ, মাগুরা:
মাগুরা ১ আসনের গণমানুষের নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা এ্যাডভোকেট আছাদুজ্জামান সাহেবের ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভার আয়োজন। মাগুরা পৌর কবরস্থানে শনিবার ২৫ ডিসেম্বর সকাল ১০ টার সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ সামাজিক সংগঠন ও বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন শ্রদ্ধা নিবেদন করতে। পৌর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত এই বর্ষীয়ান রাজনীতিবিদের সুযোগ্য সন্তান মাগুরা – ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
উক্ত শোক ও স্বরণ সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ.ফ.ম ফাত্তাহ। সঞ্চালনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু। আরও উপস্থিত ছিলেন আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট রবিউল ইসলাম রিংকু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন লাভলু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য মীর সুমন প্রমূখ।