দিঘলিয়ায় পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো মানুষের মিলন মেলা

এ এইচ অনিক:
কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংকের আয়োজনে দিনব্যাপী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্মরণ কালের উপস্থিতি। গতকাল দিঘলিয়া উপজেলার আডুয় উদয়ন স্কুল মাঠে পিঠা মেলায় দিনব্যাপী ক্রিডা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম। হাজারো নারী-পুরুষ, আবাল বৃদ্ধের এ পিঠা মেলায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলমত নির্বিশেষে পরিণত হয়েছিল এক মিলন মেলায়। আড়ুয়া উদয়ন বিদ্যাপীঠ মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ।
মেলায় বিশেষ আকর্ষন ছিল ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া গ্রামের বয়োবৃদ্ধদের মাঝে পিঠা বিতরণ ছিল অন্যরকম এক ভালোবাসার বহি:প্রকাশ।
মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যংাকের পরিচালনায় সদ্ভাব লাইব্রেরীর উদ্বোধন করেন।
বারাকপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক উপদেষ্ঠা শেখ মনিরুল ইসলাম ও শেখ রিয়াজ এর যৌথ সঞ্চালনায় অনূষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাম্মাৎ সামসুন নাহার, বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারন সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, এমপি মহোদয় এর চিপ কোয়ার্ডিনেটর নোমান ওসমানী রিচি,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিকাল ৩টায় প্রধান অতিথি এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম মেলা প্রাঙ্গনে পৌঁছালে কবি কৃষ্ণচন্দ্র ব্লাড ব্যাংকের সভাপতি প্রসেনজিৎ শিকদার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস ও অনুপ, পল্লবী, মৌমিতা, তারক, বিশ্বজিৎ, দিপ্ত, দেবব্রত, দিপু, রাজুসহ সকল স্বেচ্ছাসেবী ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি কে বরন করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x