তেরখাদার ইখড়ি কাটেঙ্গা স্কুলের প্রধান শিক্ষকের অনিয়ম
স্টাফ রিপাের্টার:
তেরখাদার ইখড়ি কাটেঙ্গা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠা এ প্রধান শিক্ষকের নাম মো: কামারুজ্জামান। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, সে একই দিনে ২ জায়গায় সরকারী প্রশিক্ষণে অংশ নেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের খুলনা প্রকল্প পরিচালকের কার্যালয়ের এ প্রজ্ঞাপনের সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক কামারুজ্জামান গত ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এক ডিজিটাল ক্লাসরুমে পাঠদানের প্রশিক্ষণে অংশ নেন। এই তিন দিন তিনি বিদ্যালয় থেকে ছুটিও নেন। কিন্তু তেরখাদা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক চিঠিতে দেখা যায় ২২ নভেম্বর তিনি তেরখাদা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ট্রেনিং গ্রহণ করেন। একজন মানুষ একই সঙ্গে কিভাবে একই দিনে দু’জায়গায় অবস্থান করেন, এ প্রশ্ন এখন জনমনে। তেরখাদা রিটার্নিং অফিসারের কার্যালয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর করে তিনি সন্মানী ভাতাও তোলেন। একজন মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি সামান্য টাকার লোভ সামলাতে পারলেন না! তাহলে তার কাছ থেকে জাতি কি আশা করতে পারে!- এমন প্রশ্ন উঠেছে এলাকার মানুষের মনে।
উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে হেয়ালিপনার অভিযোগ উঠেছে।