চুল প্রক্রিয়াজাতকরণ করে বাড়তি উপার্জন করছে অভয়নগরের নারীরা
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোর জেলার অভয়নগর উপজেলার শতাধিক নারীরা মানব দেহর ঝরে পড়া চুল প্রক্রিয়াজাতকরণ করে অবসর সময়ে বাড়তি অর্থ উপার্জন করছে তারা। উপজেলার প্রত্তান্ত গ্রাম ঘুরে হকার বা ফেরিওয়ালা নগদ অর্থ বা পন্যের বিনিময়ে এই চুল সংগ্রহ করে মহাজন বা প্রক্রিয়াজাত শিল্প মালিকদের কাছে বিক্রয় করে। অাবার মহাজনরা গ্রামের নারীদের দৈনিক হাজিরার মাধ্যমে চুল বাছাই ও টুপি তৈরি করে অাসছে।
এতে গ্রামের অসহায় নারী, স্কুল ও কলেজের ছাত্রীরা সহ অনেক নারী প্রতি মাসে ৪ থেকে ৫ হাজার টাকা বাড়তি উপার্জন করছে।সংসার চালানোর পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহন করছে।ফলে তাদের অাত্তকর্মমসংস্থান গড়ে তুলছে। কোটা গ্রামের বিশ্বাস পাড়ার রোকেয়া বেগম একজন বয়স্ক বিধবা জানান যে পরিবারের অার্থিক সংকটের কাছে হার মেনে একটু বেশি ইনকামের জন্যে অবসরে বসে না থেকে চুল বাছাই ও গুছি তৈরি করে নিজের খরচ মেটাই। প্রত্যেক মাসে ৩ হাজার থেকে ৩৮০০ টাকা ইনকাম হয়। অন্যদিকে বাগদাহ গ্রামের সুফিয়া বেগম বলেন করোনার প্রকোপে নিজের পারিবারিক উপার্জন কমে গেছে তাই এখানে চুল বাছাই ও প্রক্রিয়াগত কাজ করে নিজে ছেলে মেয়ের পড়ালেখার খরচ জোগাতে সাহায্য করে থাকি। নওয়াপাড়া গুয়োখোলার মহাজন অাজিজুল হক জানান অামার সাথে শতাধিক অসহায় নারী, ছাত্রী, গৃহিনীরাও চুল বাছাই ও টুপি তৈরি করে সারাদেশ সহ বিদেশে চুল প্রক্রিয়াজাত করণের মাধ্যমে নিজেদের কাজের ব্যবস্থা করছে। অামরা তাদের নায্য মুজুরীতে চুল বাছাই কাজ করে থাকি। তারা দেশের বাইরে যেমন চীন, ভারতে এ পন্য রপ্তানী করতে ব্যাপক সাহায্য করে।