মশিয়ালীতে নারায়ণ চন্দ্র চন্দ এমপির সুস্থতা কামনায় প্রার্থনা সভা
স্টাফ রিপোর্টার:
সাবেক মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রী, খুলনা -৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত।
মশিয়ালী পূর্বপাড়া মহামায়া মন্দির ও গোবিন্দ আশ্রমে গতকাল শনিবার সন্ধ্যায় বিশেষ প্রার্থনা সভায় মন্ত্রপাঠ করেন পুরোহিত বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার। বিশেষ প্রার্থনা সভায় জেলা মৎসজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ এস এম জিয়াউল ইসলাম, মহানগর হিন্দু খ্রিষ্টাণ বৈদ্ধ ঐক্য পরিষদের প্রকাশনা সম্পাদক কবি আনন্দ কুমার স্বও, প্রভাষক গৌবিন্দ কুন্ড, দুলাল সরকার, দুলাল হাজরা, মিনাল হাজরা, গৌর হরিদাস, তাপস বিশ্বাস, সাংবাদিক অনিশেষ মন্ডল, বীর মু্িক্তযোদ্ধা গোবিন্দ সেন, বাপ্পি দাস, সমারাই, মিন্টু দত্ত, কমলপাল, সন্ধ্যারাণী দাস, বিশ^জীৎ দাস, রিন্টু নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।