পাইকগাছায় হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জলমহল অবৈধ দখল নেয়ার চেষ্টা
স্টাফ রিপোর্টার:
পাইকগাছা উপজেলার কাশিমনগর মৌজায় ব্যক্তি মালিকানা জমি ও বদ্ধ জলমহল ইজারা নিয়ে প্রায় একযুগ নগর শ্রীরামপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছে। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র থাকলে জলমহল নিয়ে হাইকোর্টে আদেশ রয়েছে। মহামান্য হাই কোর্টের আদেশ উপেক্ষা করে দখলের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা। উপজেলার নগর শ্রীরামপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন নগর শ্রীরামপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চে গত ২২/৬/২১ তারিখে একটি রিট পিটিশন দায়ের করি, যাহার নং ৫৫৩৯ /২১ উল্লেখিত রিট পিটিশনের আদেশে বলা হয়েছে গত ইংরেজি ৩/২/২১ তারিখের দরখাস্তে জলমহল নীতিমালার ২০০৯ সালের আলোকে নিষ্পত্তি করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মহামান্য হাইকোর্ট কে জানাতে আদেশ দিয়েছেন। সমিতির সভাপতি আরো বলেন আমি রিটপিটিশনের আদেশটি জেলা প্রশাসকের কার্যালয় ৩০/৬/২১ তারিখে জমা দিয়ে রিসিভ করে এনেছি । ৩/২/২১ তারিকের দরখাস্তে কি উল্লেখ আছে তা না জেনে উক্ত রিট পিটিশন টির আদেশ ভুল ব্যাখ্যা দিয়ে কুচক্রী মহল কাশিমনগর বদ্ধ জল মহলটি দখলে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে।