দেশে এলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা
কালান্তর ডেস্ক:
চীন থেকে কেনা সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোট থেকে পাওয়া টিকা দেশে এসে পৌঁছেছে। ৪টি ফ্লাইটে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত মডার্নার ২৫ লাখ এবং চীনের সিনোফার্মের ২০ লাখসহ মোট ৪৫ লাখ টিকা দেশে এসেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ টিকা এবং বাংলাদেশ বিমানে বেইজিং থেকে ১০ লাখ টিকাসহ মোট ২২ লাখ টিকা দেশে আসে।
শনিবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ভোর সাড়ে পাঁচটায় চীনের আরও ১০ লাখ ডোজ টিকা এবং সকাল পৌনে ৯টায় একটি ফ্লাইটে মডার্নার বাকি ১৩ লাখ টিকা এসেছে।
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মডার্নার আরও সাড়ে ১২ লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিষেধক টিকা ঢাকা পৌঁছালে টিকাগ্রহণের সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন। চীনের সিনোফার্মের টিকা গ্রহণ করেন ইপিআর প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী উপস্থিত।