শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০০১ ব্যাচের পক্ষ থেকে অক্সিজেনের সিলিন্ডার বাবদ নগদ অর্থ প্রদান
স্টাফ রিপোর্টার:
করোনাকালীন মুমুর্ষ রোগীদের জীঁবন বাচাঁতে আত্মমানবতার সেবা এগিয়ে এলেন শিরোমণির কয়েকজন তরুণ-তরুণী। তাদের প্রচেষ্টায় শিরোমণি মাধ্যমিব বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের আর্থিক সহযোগিতায় করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগীদের অক্সিজেনের কথা চিন্তা করে এবং আক্রান্ত রোগীদের সম্পুর্ণ ফ্রি অক্সিজেন সরবারহ করায় খুলনা অক্সিজেন ব্যাংককে অক্সিজেন সিলিন্ডার বাবদ ৩৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। গতকাল শুক্রবার বিকাল ৪টায় শিরোমণি বৈশাখী মার্কেটের মোহাম্মাদ আলী কম্পিউটার ইন্সটিটিউট প্রাঙ্গনে খুলনা অক্সিজেন ব্যাংকের ফাউন্ডেশন সভাপতি সালেহ উদ্দিন সবুজের পক্ষে এস.কে সাইফুল ইসলামের (দাদু ভাই) হাতে নগদ এ অর্থ তুলে দেন। এ সময় কামরুন নাহার, শেখ ওমর ফারুক, শেখ আমিনুল ইসলাম, শফিক চৌধুরী, মীর রফিকুল ইসলাম, শেখ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুলনা অক্সিজেন ব্যাংককের কর্মকান্ডের প্রশাংসা করে সংগঠনটিকে স্ব-স্ব স্থান থেকে প্রত্যেক বৃত্তবানসহ সমার্থবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান হয়।