লগডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে মোংলার প্রশাসন

এনামুল কবির, মোংলা প্রতিনিধি:
করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে। লকডাউন কার্যকর করতে মোংলা উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। নৌবাহিনী,কোস্টগার্ড, পুলিশের সমন্বয়ে চলছে অভিযান।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে মোংলার মামারঘাট,চৌধুরীমোড়,শাহাদাৎ এর মোড়, শিল্পনগরীসহ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে।
মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহনও চলছে না।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী’র নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ অভিযান পরিচালনা করেন। মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, বিধিনিষেধ কার্যকর করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x