বাংলাদেশ ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা
কালান্তর ডেস্ক:
বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে এ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় যেতে পারবেন না আমিরাতবাসী।
ঘোষণায় বলা হয়েছে, দেশগুলোতে থাকা আরব আমিরাতের নাগরিকেরা করোনায় আক্রান্ত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এরআগে দেশটির প্রশাসন এই দেশগুলো থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেটিও ২১ জুলাই পর্যন্ত কার্যকর আছে।
মে মাসের শুরুতে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইটে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না।
এমনকি এ চার দেশে ট্রানজিট নেয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে। তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে।