দুই গানেই সাড়ে ছয় লাখ
বিনোদন ডেস্ক:
এই প্রজন্মের গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়ার ফের আলোড়ন তুলেছেন ইউটিউবে। সম্প্রতি তার নিজস্ব চ্যানেলে প্রকাশিত দুটি গান বেশ ভালো সাড়া ফেলেছে।
আলোচিত এ দুটি গানের মধ্যে একটি দ্বৈত গান। ‘ইচ্ছে হলে’ শীর্ষক গানটি কর্ণিয়া গেয়েছেন শেখ সাদীর সঙ্গে। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীত করেছেন মার্সেল। এ গানটির ভিডিওতেও কর্ণিয়া ও সাদী পারফর্ম করেছেন। এছাড়াও অয়ন চাকলাদারের সঙ্গে এ গায়িকার গাওয়া ‘মনের বায়না’ গানটি থেকেও ভালো প্রশংসা পাচ্ছেন। এরই মধ্যে দুইটি গান সাড়ে ছয় লাখের বেশি মানুষ এটি উপভোগ করেছেন।
নিজের ইউটিউব চ্যানেল সম্পর্কে কর্ণিয়া বলেন, আমার চ্যানেলটিতে খুব বেশি গান ছাড়িনি। সেই হিসেবে আমার ও সাদীর গাওয়া ‘ইচ্ছে হলে’ গানটি শ্রোতারা এতটা পছন্দ করবেন ভাবিনি। ভিউয়ারদের সাড়া পাওয়ায় ভীষণ অনুপ্রাণিত আমি। শিগগিরিই আসিফ আকবরের সঙ্গে একটি দ্বৈত গান গাইবেন বলে জানালেন কর্ণিয়া।