করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ১২১ জনের মৃত্যু
কালান্তর ডেস্ক:
দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে একদিনে ১২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভিন্ন পত্রিকা থেকে এমন তথ্য পাওয়া গেছে।
নিহতদের মধ্যে- ময়মনসিংহে ১৪ জন মারা গেছেন। এরমধ্যে মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ও ৭ জনের উপসর্গ ছিলো।
এছাড়া রাজশাহী জেলায় ১০, ফরিদপুরে ৯, খুলনায় ১১, যশোরে ৯, কুষ্টিয়ায় ৭, বরিশালে ৭, টাঙ্গাইলে ৭, চুয়াডাঙ্গায় ৫, চাঁপাইনবাবগঞ্জে ৩, চট্টগ্রামে ৪, সাতক্ষীরায় ৪, সিলেটে ২, জামালপুরে ২, নাটোরে ২, শেরপুরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন। আর রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন।
এদিকে বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে শ্বাসকষ্টের কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছেন চিকিৎসাধীন আরও ১০ জন। একইসাথে জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।