সাতক্ষীরায় অক্সিজেন সংকটে নয় জন সহ ১৪ জনের মৃত্যু

বাবলা সরদার, পাটকেলঘাটা:
মেডিকেল কলেজ হাসপাতালে অস্কিজেন সংকটে নয়জন সহ ১৪জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করেনা পজিটিভ পাওয়া গেছে। যা সানাক্তের হার দাঁড়িয়েছে ৫৫ শতাংশ। যদিও এদ্বায় এড়িয়ে করোনায় মৃত্যু হয়েছে বলে প্রচার দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (৩০জুন) সন্ধ্যা ৭টা ৫মিনিট থেকে রাত ৮টা পর্যান্ত অস্কিজেন সংকটে শ্বাস কষ্টে মারা যান ঐ ১১জন। মুত্যু বরন কারীরা হল জেলা শহরের ইটাগাছা এলাকার নাজমা খাতুন(৪৮), খাররুন নেছার (৪০) আশাশুনি উপজেলার, আব্দুল হামিদ (৭৫)কালিগঞ্জ উপজেলার আকরাম হোসেন (৩৭) সহ অনেকের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে আই সি ইউ তে ৮জনের মধ্যে মৃত্যু হয় ৬জনের, পোষ্ট সি,সি,ইউ,তে ৮জনের মধ্যে মৃত্যু ২জনের, সিসি ইউতে মৃত্যু ২জনের এবং বিল্ডিং ৫তলায় মৃত্যু হয় ১জনের। নাম প্রকাশে অনিইচ্ছুক এক রাব সদস্য জানায়, গত ২৭জুন আমার মা করোনা আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে অদ্যাবধি আমার মা এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে হঠাৎ অস্কিজেন সংকট দেখা দিলে একে একে করেনা আক্রান্ত ৬ জন আমার চোখের সামনে মারা যায়। মৃত্যু যন্ত্রনা কত ভয়ানক সেটি আজ স্ব-চোখে দেখলাম আরও দেখলাম স্বজন হারানোর কান্না এই সময়ে পুরো হাসপাতাল জুড়ে হৈচৈ পড়ে যায় ও মৃত্যুর আতঙ্কে আতঙ্কিত হয়ে
দিকে পড়ে রোগীরা। রাত ৮ দিকে হাসাপতালে অস্কিজেন পুনারায় সরবারাহ করলে অনেক রোগী আজ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এক পর্যায়ে মৃত্যুর ঘটনাটি শুনে স্থানীয় গনমাধ্যম কর্মীরা হাসপাতালে প্রবেশ করলে তাদের চাপে পড়ে রাতের আঁধারে রোগীর স্বজনের খবর দিয়ে লাশ তাদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসার মানও খুব একটা ভালনা, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধিও। বড় কোন কর্মতার ফোন ছাড়া এখানে সুযোগ সুভিদা পাওয়া বড়ই দুষ্কর। আমাদের মত মানুষ যেখানে স্বাস্থ্য সচিবকে দিয়ে হাসপাতালে যায়গা করে নিতে হচ্ছে সেখানে সাধারন মানুষ কি ভাবে বাঁচবে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা.মানস কুমার মন্ডল জানান,”আইসিইউতে থাকা তিনজনের মৃত্যুর খবর আমি পেয়েছি। ওয়ার্ডে কতজন মারা গেছেন সেটি বলতে পারছি না। বিকেল থেকে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দেয়। তবে মারা যাওয়া রোগীদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে অক্সিজেনের অবস্থা স্বাভাবিক রয়েছে। যশোর থেকে অক্সিজেন নিয়ে আসা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর ও কন্ট্রোল রুমের মো. শহীদ আনোয়ার জানান, মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজেটিভ বাকিদের উপসর্গ ছিল। আইসিইউতে তিনজন ও বাকিরা ওয়ার্ডে মারা গেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যায়নি। এ সময় চারজন করোনা পজিটিভ রোগীর অবস্থা আসংখ্যাজনক ছিল। তিনি আরও বলেন সাতক্ষীরা মেডিকেলে ৭৬ টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে।
আজ পর্যন্ত ২৭৫ জন রোগী মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২৬ জন। অন্যরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে বলে সবশেষ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x