শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান পেলো ৬ কোটি টাকা

কালান্তর ডেস্ক:
শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাত থেকে বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের ৬ কোটি টাকা বিশেষ অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, চলতি ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের জন্য ‘বিশেষ অনুদান’ খাতে বরাদ্দ থেকে ৫ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত টাকা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ‘নগদ’ অ্যাকাউন্টে দেয়া হবে।
এতে আরো বলা হয়, শিক্ষার্থীদের অনুদানের টাকা মঞ্জুর এবং এসব টাকা বিতরণ করার আদেশ জারি করা হল। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ১২০টি, শিক্ষক-কর্মচারী ২০০ জন, ষষ্ঠ হতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১ হাজার ৮৩৮ জন, নবম হতে দশম শ্রেণির শিক্ষার্থী ১ হাজার ৩১২ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ৯৩৩ জন এবং স্নাতক হতে তদূর্ধ্ব শ্রেণির শিক্ষার্থী ৮৪০ জন রয়েছে।
যেসব শর্তে টাকা পাবেন
১. চুক্তির শর্ত অনুযায়ী ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পক্ষে থার্ড ওয়েব টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নামের পার্শ্বে বর্ণিত হারে অর্থ বিতরণ করবেন এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দাখিল করবেন।
২. কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র- ছাত্রীর নাম যদি দুইবার মঞ্জুরি হয়ে থাকে, সেক্ষেত্রে একটি মঞ্জুরির বিপরীতে মঞ্জুরকৃত টাকা বিতরণ করবেন।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে দেবেন।
যারা পাবেন বিশেষ অনুদানের টাকা
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী সর্বমোট তিন ক্যাটাগরিতে অনুদান দেয়া হচ্ছে। সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব-দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান পেতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া, দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের জন্য আবেদন করতে পারেন। তবে, বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হয়। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব-দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারেন।
যেভাবে আবেদন করতে হয়েছে
শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাত থেকে এ অনুদান দেয়া হয়। অনুদানের আগে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আবেদন চাওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ থেকে আলাদা আলাদা আবেদন চাওয়া হয়।
অনুদানের টাকা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করেন। ‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আবেদনে সংযুক্ত করতে হয়েছে। শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের সনদ ও দৈব-দুর্ঘটনার স্বপক্ষের প্রমাণ সংযুক্ত করে আবেদনের সঙ্গে যুক্ত করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন সংযুক্ত করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x