মোরেলগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বিজ বিতরন
মোঃ পলাশ হাওলাদার হাছিব, মোরেলগঞ্জ:
বাগেরহাটের জেলার মোরেলগঞ্জে উপজেলায় ২০২০-২১ অর্থবছরের কৃষি প্রণোদনা খারিপ -২/মৌসুমে বোরো,আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে এসব সার ও বিজ বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিতরনে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই- আলম বাচ্চু,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারন অফিসার সিফাত উল্লাহ মারুফ প্রমুখ
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ শাহ-ই -আলম বাচ্চু কৃষকদের উদ্দেশ্যে বলেন, ‘কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, কৃষক ছুটবে না, সার কৃষকের বাসায় চলে যাবে। প্রধানমন্ত্রী কৃষি খাতকে আরও উন্নতি করার জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি কৃষকদের যথাযথভাবে প্রদানকৃত বীজ ও সারের ব্যবহারের আহবান জানান।