খুলনা মহিলা আলিয়া ফাজিল মডেল মাদ্রাসায় (প্রস্তাবিত) বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা মহিলা আলিয়া ফাজিল মডেল মাদ্রাসা (প্রস্তাবিত) প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। ৩০ জুন ২০২১ বুধবার বেলা সারে ১২টার সময় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছালেহ্ আহাম্মদ-এর পরিচালনায় মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আলহাজ্ব মফিদুল ইসলাম টুটুল, মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ, আহবায়ক সম্মিলিত ওলামায়ে কেরাম মোঃ ছালেহ্ আহাম্মদ সহ মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বৃক্ষরোপন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে এবং মহামারী করোনা থেকে সকলের সুস্থতা ও করোনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।