খুলনা জেলাপর্যায়ে আইসিটি পুরস্কার ২০২০-২১ ভূষিত হলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার
এ এইচ অনিক:
খুলনার অতি নিকটবর্তী একটি উপজেলা দিঘলিয়া উপজেলা, এ উপজেলাটি ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত, যেমন সেনহাটি, বারাকপুর,দিঘলিয়া এ ৩টি ইউনিয়ন উপজেলা সদরে হলেও গাজির হট ইউনিয়ন পরিষদ নদির ওপারে, বাকি আড়ংঘাটা যুগিরপুল এ ২টি ইউনিয়ন খুলনা সিটি করপোরেশনের আওতায় বা আড়ংঘাটা নামক নুতান একটি থানা হলেও উপজেলার যাবতীয় কর্মকাণ্ডে জন সাধারণকে দিঘলিয়া উপজেলায় আসতেহয়। জুট মিলস শ্রমিকদের বসবাস ছাড়াও মৎস্য জীবী কৃষি জীবীদের বসবাস এ উপজেলায়। এখানে রয়েছে দেশবরেণ্য অনেক নামি-দামি ব্যাক্তিবর্গের বসবাস। আমার জানা মতে আমার শ্রদ্ধাভাজন কয়েকজন উপজেলা নির্বাহী অফিসার দের স্বরন করতেই হয়, যে সকল সুযোগ্য সুদক্ষ নির্বাহী অফিসার দিঘলিয়া উপজেলায় অফিসার পদে ছিলেন,বর্তমানে সকলেই সচিবালয় সহ সরকারি বড়ো বড়ো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, যেমন এস এম অজিয়র রহমান স্যার , নুরুল হাফিজ, কামরুল ইসলাম, সম্পা কুন্ডু সহ আরো অনেক গুনি নির্বাহী অফিসারদের পদচারণ পড়েছে দ্বীপ উপজেলা ক্ষ্যাতো দিঘলিয়া উপজেলায়। তেমনি আরো একজন যোগ হলেন মোঃ মাহবুবুল আলম যিনি নাগরিক সেবা, অফিস ও নথি ব্যবস্হাপনায় সর্বোত্তম ব্যবহার স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে আইসিটি পুরষ্কার ২০২০-২১এ ভূষিত হলেন।