সাতক্ষীরার বাঁকালে বিদ্যুৎ স্পর্শে এক ঘের কর্মচারির মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার বাঁকালে মাছের ঘেরে বিদ্যুৎস্পর্শে এক কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারি ঘের কর্মচারী খোরশেদ আলী (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিসখালি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সদর উপজেলার বাঁকালে জনৈক হারুন-অর-রশিদের একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে কর্মচারি হিসেবে কাজ করতেন খোরশেদ আলম। বুধবার সকালে কাজ করার সময় ঘেরে ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ দাফন করার জন্য স্বজনরা নিয়ে গেছেন বলে ওসি আরো জানান।##