সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে জমি নিয়ে সংঘর্ষে ২ জন আহত। থানায় অভিযোগ।

বোরহান উদ্দীন, সাতক্ষীরা:
মামলা সূত্রে জানা যায়, জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের মোঃ এয়াকুব্বার সরদার এর পুত্র হাবিবুর রহমান জানায়, আমার পিতা বিগত কয়েক বছর আগে কালিগঞ্জ উপজেলার চান্দুলিয়া মৌজার খতিয়ান নম্বর এস.এ. – ২১১, আর.এস. – ২১০, এস.এ. – ১নং খতিয়ান, দাগ নং- এস.এ- ২৯৭, আর.এস. – ১৬৮, দাগ নং- ২৯৭, জমির পরিমাণ- ০.৯৫ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের মৃত. আরশাদ আলী সরদারের পুত্র মোঃ ইসমাইল এর কুনজর পড়ে। তারই ধারাবাহিকতায় গত ২৯ জুন সকাল ৮টার সময় আমার জমির ভেড়ীর উপর দিয়ে বাঁশ ও চটা দিয়ে ঘিরে দখলের চেষ্টা করে। এই সময় আমি বাঁধা দিলে মোঃ ইসমাইল ঢালীর জামাই মোঃ আলমগীর ঢালী, জাহাঙ্গীর ঢালী ও মোজাম ঢালী উভয় পিতা- সৈয়দ ঢালী লাঠি, ধারাল দাঁ, শাপল নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। এতে আমার মুখে ও পিঠে রক্তফোলা জখম হয়। এই সময় আমার চিৎকারে আমার মা ফাতেমা খাতুন এগিয়ে আসলে তাকে ও মারধর করে এবং আমার বসতবাড়ীতে গিয়ে হামলা চালিয়ে ঘরের দরজা জালনা ভাংচুর করে। ঘরে প্রবেশ করে তারা আলমারী ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়। পরে আমার ভাই ও আমার পিতা আমাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বাদী হাবিবুর রহমান আরও জানাই বিবাদী ইসমাইল ঢালী এলাকায় প্রভাবশালী হওয়ায় আমাদের প্রায় সময়ে বিভিন্ন মিথ্যা মামলা ও জীবনণাশের হুমকী দিয়ে আসছে। তাদের হাত থেকে রেহায় পেতে আমি গত ৩০ জুন ২০২১ তারিখ সকালে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x