শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ভিড়

কালান্তর ডেস্ক:
করোনাভাইরাস নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এর আগেই বাড়ি ফিরতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা দিয়েছে যাত্রীদের ঢল।
বুধবার ভোর থেকে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই।
গণপরিবহন বন্ধ থাকায় ফেরিতে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। যাত্রী চাপে ফেরিতে ঠাঁই পাচ্ছে না জরুরি ও পণ্যবাহী পরিবহন।
এদিকে ঘাট ও ঘাটের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও বিকল্প রাস্তায় অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষজনকে ঘাটে আসতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরশেনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সুপার (বাণিজ্য) বসির আহমেদ জানান, এই নৌপথে চলছে ১৫টি ফেরি। সকালে ঘাট এলাকায় অপেক্ষায় ছিল ৪০০ বেশি গাড়ি। কঠোর লকডাউন শুরুর আগে মানুষ ঘাটে আসছে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x