লায়ন এ্যাড. কুদরত-ই-খুদা খুলনা লায়ন্স কাব-এর ২০২১-২২ সনের প্রেসিডেন্ট নির্বাচিত
লায়ন এ্যাড. কুদরত-ই-খুদা-এমজেএফ, খুলনা লায়ন্স কাবে ২০২১-২২ সনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ খুলনা লায়ন্স কাব ভবনে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২০২০-২১ সনের প্রেসিডেন্ট ডাঃ শাহানা রাজ্জাক আলী-এমজেএফ নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন এ্যাড. কুদরত-ই-খুদা,এমজেএফ-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। নব নির্বাচিত কমিটির অনান্য সদস্য লায়ন মনোয়ারা বেগম-সেক্রেটারী, লায়ন রমা রহমান-ট্রেজারার, লায়ন মেহেদী নেওয়াজ অনিক-জয়েন্ট সেক্রেটারি’সহ ১১ জন সদস্য বোর্ড আব ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। ২০২০-২১ সনের প্রেসিডেন্ট ডাঃ শাহানা রাজ্জাক আলী-এর সভাপতিত্বে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑলায়ন বেগম মাজেদা আলী, লায়ন শাহ্ জাহাঙ্গীর আবেদ, লায়ন এ্যাড. মিনা মিজানুর রহমান, লায়ন ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, লায়ন ডাঃ আর কে নাথ, লায়ন ডা. এমডি জামান, লায়ন আনিসুজ্জামান, লায়ন অধ্যক্ষ সুমিয়া নাসরিন, লায়ন মেহেদী নেওয়াজ অনিক, লায়ন তানজিলা আমজাদ প্রমুখ।