রূপসায় খাদ্য গুদাম পরিদর্শন
রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলা আলাইপুর খাদ্য গুদামের ২০২০-২১ অর্থ বছরের সমাপনী দিন হিসেবে যাচাই প্রতিবেদন সম্পন্ন ও খাদ্য গুদাম পরিদর্শন করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু বকর মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহফুজুর রহমান, আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ দেবদুত রায়, সার্টিফিকেট সহকারী রোজোয়ানুর রহমান, খাদ্য গুদামের তেপান্ত বিশ^াস প্রমুখ। চলতি অর্থ বছরে চাউল সংগ্রহে লক্ষ্যমাত্রা ছিল ২৯৯৬ টন, অর্জন ২৮৩২ টন এবং ধান সংগ্রহের লক্ষমাত্র ছিল ৮৩২ টন, অর্জন ২২৪ টন।