সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায়

জিয়াউর রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় নব-নির্মিত সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেস উদ্বোধনের অপেক্ষায় আছে। সাতক্ষীরা সিটি কলেজের শহিদ মিনারের পাশে দ্রুত গতিতে নব-নির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লে·’র নির্মাণ এগিয়ে চলেছে। মঙ্গলবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা য়ায়, নির্মাণ কাজ শেষের দিকে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লে·টি খুব শীঘ্রই উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম এ প্রতিনিধিকে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ২ কোটি ৯৪ লক্ষ ১শ’৯৯ টাকা ব্যয়ে এ ৫তলা ভিত বিশিষ্ট ৩তলা ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লে· খুব শীঘ্রই উদ্বোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x