খুলনা বিভাগে আরও ৩০ মৃত্যু
স্টাফ রিপাের্টার:
খুলনা বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪৬৪ জন।
সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন, খুলনায় ৬ , ঝিনাইদহে ৪, মেহেরপুরে ৪, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ২, যশোরে একজন, নড়াইলে একজন, সাতক্ষীরায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৯৭৮ জন।