আশাশুনির প্রধান শিক্ষক কামরুন্নাহারকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কামরুন্নাহার কচিকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর উদ্যোগে ঢাকা সেগুন বাগিচা কচিকাচা মিলনায়তনে তাকে এ এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ১৪ জুন এ্যাওয়ার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ফারুক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু প্রমুখ। কামরুন্নাহার কচিকে ইতিপূর্বেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ্যাওয়ার্ড প্রদান করা হয়। #

আশাশুনি প্রেসক্লাবের সদস্যদের মাঝে উপজেলা চেয়ারম্যানের মাস্ক বিতরণ
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সোমবার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান তার নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে তিনি মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, শিক্ষক বুদ্ধদেব সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম আহসান হাবিব, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব হোসেন মোড়ল, আশাশুনি প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন প্রমূখ। এ সময় আশাশুনি রিপোটার্স ক্লাবের সদস্যদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হয়। #

আশাশুনির বাঁকড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির বাঁকড়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে রাকিবুল হাসান খোকা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) বিকালে শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে শিশুটির নানা লতিফ সরদারের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। সে কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত কয়েকদিন আগে খোকা মায়ের সাথে আশাশুনির বাঁকড়ায় নানা বাড়ীতে বেড়াতে আসে। রোববার বিকাল ৩টার দিকে হঠাৎ রাকিবুল হাসান খোকাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে ডিপ টিউবওয়েলে পানি নিতে আসা এক মহিলা হঠাৎ করে রাস্তার পাশে গর্তে তার লাশ ভাসতে দেখে। মহিলার ডাক চিৎকারে লোকজন ছুটে এসে খোকার লাশ উদ্ধার করে। সাথে সাথে এলাকায় রাকিবুল হাসানের অকাল মৃত্যুতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। #

আশাশুনিতে পিএন্ডজি প্রজেক্টের অবহিতকরন সভা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে পিএন্ডজি প্রজেক্টের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে আশাশুনির কৃষি অফিস মিলনায়তনে অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার স্বপন ডেভিট সাহা। আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রেসক্লাব সভাপতি জিএম আল-ফারুক, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, সহকারী শিক্ষা অফিসার শাহাজান আলী, ইউপি সদস্য শাহিনুর আলম, মিজানুর রহমান সহ ভিডিসি কমিটির সদস্যবৃন্দ। সভায় প্রকল্পের কাজ নিয়ে সকলকে অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x