প্রসিকিউটর জেয়াদ আল মালুম আর নেই
কালান্তর ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম আর নেই। শনিবার রাত ১২টার দিকে রাজধানারী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইটি স্পেশালিস্ট মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এরআগে গত ২৫ মে রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে সিএমএইচে লাইফ সাপোর্টে নেয়া হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জেয়াদ আল মালুম। তিনি স্বাধীনতা যুদ্ধেও রণাঙ্গণের যোদ্ধা ছিলেন।
জেয়াদ আল মালুমের জন্ম টাঙ্গাইল জেলার সদর থানার করোটিয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ সময় জেয়াদ আল মালুম ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।