বটিয়াঘাটায় গলায় ফাঁস লাগিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলায় ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া গ্রামে রনজিৎ নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
জানাগেছে, গতকাল শনিবার সকাল ৭ টার সময়
ভান্ডারকোট ইউনিয়নের দাকোপ থানার কামার খোলা গ্রামের মৃত্যু শুকলাল রায়ের পুত্র রনজিৎ রায় একটি কচা গাছের সঙ্গে গলায় গাসছা পেচিয়ে আত্নহত্যা করেছেন।
পরে আশপাশের লোকজন টের পেয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। লাশটি বর্তমানে মৃতের ভাগ্নে বাড়িতে আছে। অনুসন্ধানে জানা যায় মৃত রনজিত কুমার ৩/৪ বছর ধরে ভাগ্নে অমৃত রায়, পশ্চিম হালিয়া, থানা-বটিয়াঘাটা। এর বাড়ীতে বসবাস করে আসছে । সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিল। মৃত্যু সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরিপোট লেখা পর্যন্ত লাশটি খুমেক হাসপাতালে রয়েছে।