রূপসায় লকডাউনে সরকারি আদেশ অমান্যকারি নৌ-ট্রলার মাঝিকে পাঁচ দিন জেল

রূপসা প্রতিনিধি : কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দিন দিন অধিক বেড়ে যাওয়ার ফলে সরকারি ঘোষনা মোতাবেক রূপসা উপজেলায় একসপ্তাহ কঠোর লকডাউন নির্দেশ প্রদান করা হয়। প্রথম দিন গত ২২ জুন সন্ধ্যায় রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট খান মাসুম বিল্লাহ চলমান লকডাউন কার্যকর রাখার উদেশ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজার, খেয়াঘাটসহ জনবহুল এলাকায় লকডাউন অভিযান পরিচালনা করেন। এ সময় রূপসা থানা এসআই মো. শহিদুল ইসলাম, মো. কামরুল হোসেন, এ এসআই মো. হান্নানসহ একদল পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়ে সন্ধ্যায় অভিযান করেন। অভিযান চলাকালে রূপসা খেয়াঘাটে সরকারি আদেশ অমান্য করে নৌ-ট্রলার চালানোর অপরাধে এক মাঝি শ্রমিককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অন্যজনকে একদিন থানায় রাখার নির্দেশ প্রদান করেন। জানাযায়, সে রূপসা বাগমারা গ্রামের কালু ব্যাপারির ছেলে মো. সাগর শেখ (২৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x