রূপসায় মাদক দ্রব্য সহ দুই মাদক ব্যবসায়ী আটক
রূপসা প্রতিনিধি ঃ খুলনা মাদকদ্রব্য অধিদপ্তর রূপসার বাগমারা এলাকায় ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যবসায়িকে আটক করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আতাউর রহমান ও উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন সঙ্গিয় ফোর্সসহ গত ২২ জুন সন্ধ্যায় রূপসা বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নাঈম মোল্যাকে পাঁচ পুরিয়া গাঁজাসহ এবং মোসা: লাকি বেগম কে দুই পিচ ইয়াবাসহ বাড়ি থেকে আটক হয়। জানা যায়, উভয় রূপসা উপজেলার বাগমারা গ্রামের, নায়েব মোল্যার ছেলে নাঈম মোল্যা (২৪) এবং অপরজনও বাগমারা গ্রামের মো. ইকলাজ শেখ এর স্ত্রী মোসা: লাকি বেগম (২৮)। পরে রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট খান মাসুম বিল্লাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে রূপসা উপজেলার বিভিন্ন জনবহুল এলাকাতে লকডাউন অমান্য ও মাক্স ব্যবহার না করার অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট, সহকারী কমিশনার (ভুমি) খান মাসুম বিল্লাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ টি মামলায় ৩,৯০০/- টাকা জরিমনা আদায় করেন।