আওয়ামীলীগের ইতিহাস বাংলাদেশের আত্মপ্রত্যয়ের ইতিহাস
রূপসা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন আওয়ামীলীগের ইতিহাস বাংলাদেশের আত্মপ্রত্যয়ের ইতিহাস। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে যা ইতিমধ্যে সফলতার দ্বারপ্রান্তে পৌছেছে। তিনি বলেন সারাদেশে প্রতিটি সেক্টরে জনগণকে উন্নত সেবা প্রদানে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বিগত জোট সরকার মানুষের সেবার নামে অরাজকতা এবং লুট পাটের রাজনীতিতে বিশ^াসী ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার কথায় নয় কাজে বিশ^াসী। এ কারনে এ দেশর তৃনমূল পর্যায়ের জনসাধারণ যাতে সকল ধরনের সেবা পায় সে ব্যবস্থা বর্তমান সরকার করেছে। বিশেষ করে করোনা কালীন সময়ে স্বাস্থ্য সেবা জনগনের দৌরগোড়ায় পৌছে দিচ্ছে সরকার। এ কারনে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি গতকাল ২৩ জুন বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জুম কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আ: সালাম। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীবের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম। বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোল্লা আরিফুর রহমান, মোরশেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা খান শাহজাহান কবীর প্যারিস, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, এমপি চীফ কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি, জেলা যুবলীগ নেতা আজিজুর হক কাজল, আওয়ামীলীগ নেতা শ ম জাহাঙ্গীর, কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, প্রভাষক ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক দীনবন্ধু বর্দ্ধন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, বাদশা মিয়া, সুব্রত বাকচী, আসাদ বাবু, আবুল কালাম আজাদ, আ: মজিদ শেখ, ফ ম আইউব আলী, আজমল ফকির, সামসুল আলম বাবু, শারমিন সুলতানা রুনা, মাধুরী সরকার, মন্টু হালদার, জ্যাকি ইসলাম সজল, আজিজুল মোল্লা, ছাত্রনেতা আরিফুল ইসলাম কাজল, খায়রুজ্জামান সজল, নাজমুল হুদা অঞ্জন, সাইফুল ইসলাম শাওন, এস এম রিয়াজ, শিমুল হোসেন প্রমুখ। অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগ।এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক দীনবন্ধু বর্দ্ধন,খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর চীফ কো-অর্ডিনেটর ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুবলীগ নেতা বাদশা মিয়া, ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আজিজুল মোল্যা, যুবলীগ নেতা আঃ মজিদ শেখ, সুব্রত বাগচী,আবুল কালাম আজাদ, আজিম আনম, সাইফুল ইসলাম শাওন প্রমূখ।